রাজনীতি

সাতক্ষীরায় ছাত্র মৈত্রীর ৩ যুগ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

By Daily Satkhira

December 06, 2016

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩ যুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় কেককাটা, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৩টায় শহরের মিনি মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহিদ রিমুর বেদিতে পুস্পস্তাবক অর্পণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার। সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, নারী নেত্রী নাসরিন খান লিপি, যুব নেতা স্বপন কুমার শীলসহ সাবেক ছাত্রনেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী একটি এতিহ্যবাহী ছাত্র সংগঠন। ছাত্রমৈত্রী অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখে। বর্তমানে দেশে চলমান সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় ছাত্রমৈত্রীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান বক্তারা। এর আগে ছাত্রমৈত্রীর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন নেতৃবৃন্দ।