আশাশুনি

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের ইদের জামাতের সময়সূচি

By daily satkhira

August 20, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের ইদের জামাতের একটি সংক্ষিপ্ত সময়সূচি আমাদের হাতে এসে পৌঁছেছে। পাঠকদের সুবিধার্তে এটি প্রকাশ করা হলো। কারও কাছে এর বাইরের কোন তথ্য থাকলে ফেসবুকের কমেন্ট অপশনের গিয়ে লিখুন। সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একইভাবে কেন্দ্রীয় ঈদগাহ পার্শ্ববর্তী একাডেমি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলাব্যাপী ঈদের জামাতের সময়সূচির সারসংক্ষেপ-

সাতক্ষীরা সদর: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টা, সুলতানপুর ক্লাব মাঠে সকাল ৮টা, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিসের জামাত সকাল ৭টা ১৫ মিনিট, সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা, বাঁকাল শেখপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, সাতক্ষীরা স্টেডিয়ামে সকাল ৭টা ৪৫ মিনিট, লাবসা মুন্সিপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টা, সাতক্ষীরা সুলতানপুর দক্ষিণপাড়া বাইতুল্লাহ জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, মোসলেমা কিন্ডারগার্ডেন মাঠে সকাল ৮টা, থানাঘাটা আমিনিয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টা, ঘোনা নতুন ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা, ঘোনা কাজীতলা ঈদগাহে সকাল ৮টা, ছনকাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা, ভাড়–খালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, ঘোনা কাথন্ডা ঈদগাহে সকাল সাড়ে ৭টা, খলিল নগর ঈদগাহে সকাল সাড়ে ৭টা, বৈকারি মাঝেরপাড়া ঈদগাহে সকাল ৭টা ১৫ মিনিট, ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, মৃগিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, কুশখালী উজির বাগান ঈদগাহ সকাল সাড়ে ৭টা, বৈকারি শাহী মসজিদ সকাল সাড়ে ৭টা, কাথন্ডা কান্তি পাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, দক্ষিণ ফিংড়ি শেখপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মাগুরা দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টা, মাদরসাতুছ ছহাবাহ (রযিঃ) মসজিদে সকাল সাড়ে ৬টা, কৈখালি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, টেকনিক্যাল জামে মসজিদে সাড়ে ৭টা, গুড়পুকুর ঈদগাহ মাঠ ৭টা ১৫ মিনিট, চৌধুরিপাড়া জামে মসজিদ ৭টা, গাংনিয়া শুড়িঘাটা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মধ্য মাছখোলা জামে মসজিদে সকাল ৮টা, আল-মদিনা জামে মসজিদে ৭টা ৪৫ মিনিট, পূর্ব মাছখোলা জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, মাছখোলা নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিট, তালতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, যোগরাজপুর বাইতুল মামুর জামে মসজিদে সকাল ৮টা, তালতলা স্কুল মাঠে সকাল ৭টা ৪৫ মিনিট, তালতলা মাগুরা সিএন্ডবি জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, আলিপুর দীঘির ধার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, তালতলা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, রসুলপুর আহলে হাদীস ঈদগাহ ময়দানে সকাল ৮টা, রসুলপুর বল খেলার মাঠে সাড়ে ৭টা, সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে সাড়ে ৭টা, উত্তর কাটিয়া বটতলা ঈদগাহ ময়দানে সাড়ে ৭টা ও মধ্য কাটিয়া ঈদ গাহ ময়দানে ৬টা ৪৫ মিনিটে এবং ৭টা ৪৫ মিনিটে, শাল্যে ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ছয়আনি মসজিদ ইদগাহে সাড়ে ৮টা, আমতলা শাহী মসজিদে সাড়ে ৭টা, বল্লী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাজিপুর ঈদগাহে সকাল ৮টা, ঘরচালা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, আমতলা মোড়লপাড়া ঈদগাহ ময়দানে ৮টা, আঁগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, আমতলা সরদার পাড়া ঈদগাহ ময়দানে সাড়ে ৭টা ও রায়পুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ফিংড়ী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টা, জি. ফুলবাড়ি দরগাহ শরীফ গাওসুল আযম শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, এল্লারচর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা, শিমুলবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, ফয়জুল্লাহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, গাভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, গাভা দক্ষিণ পাড়া ফিংড়ী সাবেক চেয়ারম্যানের বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টা, ব্যাংদহা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দনে সকাল ৮টা, পশ্চিম জোড়দিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টা, জোড়দিয়া শেখপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭টা ৪৫ মিনিট, গোবরদাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, কুলতিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাবাসপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, দক্ষিণ ফিংড়ী শেখ পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

কলারোয়া উপজেলা: কলারোয়া উপজেলার প্রধান ঈদের জামাত শহরের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, কলারোয়া থানা জামে মসজিদ সাড়ে ৮টা, কলারোয়া আহলে হাদীস ঈদগাহ মাঠ সকাল ৮টা, কলারোয়া উপজেলা জামে মসজিদ ঈদগাহ ময়দান সকাল ৯টা, চান্দুড়িয়া ঈদগাহ ময়দান সকাল ৯টা, দেয়াড়া ঈদগাহ ময়দান সকাল ১০টা, লোহাকুড়া ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টা, গোগা জামে মসজিদ ঈদগাহ ময়দান সকাল ৮টা, হামিদপুর ঈদগাহ ময়দান সকাল ৮টা, কলারোয়া সোনাবাড়িয়া বেলী ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টা, কলারোয়া বয়ারডাঙ্গা ঈদগাহ সকাল সাড়ে ৮টা, কলারোয়া ভাদিয়ালি ঈদগাহ সকাল সাড়ে ৭টা, কলারোয়া রামকৃষ্ণপুর ঈদগাহ সকাল ৮টা, কলারোয়া মাদরা ঈদগাহ সকাল ৮টা, কলারোয়া দলুইপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, সোনাবাড়িয়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, গয়েশপুর মাঝেরপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, ওফাপুর কেন্দীয় ঈদ গাগে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আশশুনি উপজেলা: আশাশুনি উপজেলায় ঈদের প্রধান জামাত আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, আশাশুনি উপজেলা জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, আশাশুনি থানা সদর জামে মসজিদে সকাল ৮টা, আশাশুনি ওয়াপদা জামে মসজিদে সকাল ৮টা, আশাশুনি এতিমখানা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তালা উপজেলা: তালার প্রধান ঈদের জামাত তালা বাজার কাসেমুল উলুম মাদ্রাসা জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, তালা হাসপাতাল জামে মসজিদে সাড়ে ৭টা, তালা মহল্লাপাড়া জামে মসজিদে সাড়ে ৭টা, তালা মেলা বাজার শাহী মসজিদ সাড়ে ৭টা, মোবারকপুর ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে ৭টা, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, তালা থানা জামে মসজিদে সকাল ৮টা, জাতপুর ঐতিহ্যবাহী ঈদগাহে সকাল ৮টা, বারুইহাটির ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, মদনপুর লক্ষণপুর সমুজদিয়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, ধানদিয়া ফুলবাড়ী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা, মানিকহার ঈদগাহে সকাল ৮টা, ধানদিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা, তালা হাজরাকাটি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাজরাকাটি জামাতঘর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, তালা আলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, সুজনসাহা কাউন্সিল অফিসে সকাল ৮টা, তালা মেলা বাজার শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, বারূইহাটী ঐতিহ্যবাহী ঈদগাহ্ ময়দানে সকাল সাড়ে ৮টা ও মীরপাড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শ্যামনগর: মুন্সীগঞ্জ বাজার জামে মসজিদ ও ধানখালী বায়তুল জান্নাত জামে মসজিদের ঈদের জামাত সকাল ৭টা, নওয়াবেঁকী ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা, বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় সকাল ৮টা, বিড়ালাক্ষী সানা বাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, মোড়ল বাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা, সরদার বাড়ি সোরা জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা, চাঁদনীমুখা পূর্বপাড়া জামে মসজিদে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

কালিগঞ্জ: বাগনলতা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, নলতা বাবুরাবাদ পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমিনুর, চাম্পাফুল : চাম্পাফুল বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় ঈদুল আজহার নামাযের জামাত অনুষ্ঠিত হবে। চাম্পাফুল ২ নং ওয়ার্ড সদস্য সাইলুজ্জামান খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবু সাঈদ, রফিকুল ইসলাম, আদম আলীর নিকট থেকে জানা যায় চাম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে সকাল ৮:০০ টায়, ঢালি পাড়ায় ৮:০০ টায়, পূর্ব পাড়ায় ৮:০০ টায়, সাইহাটি খাঁ পাড়ায় ৮:৩০ টায়, বালাপোতায় ৮:০০ টায়, উজিরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮:০০ টায়, চাঁদখালী ঈদগাহ ময়দানে সকাল ৮:০০ টায়, ঘুশুড়ি পশ্চিম পাড়ায় ৮:০০ টায়, পূর্ব পাড়া সেট মসজিদে সকাল ৮:০০ টায়, রাজাপুর জামে মসজিদে সকাল ৭:৩০ টায়, বারদহা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭:৩০, নবীন নগর উত্তর পাড়ায় ৭:৩০ টায়, বারদহা উত্তর পাড়ায় ৭:৩০, নবীন নগর বারী পাড় ঈদগাহ ময়দানে ৭:৩০, মশর কাটি ৭:৩০ টায়, চান্দুলীয়া ৮:০০ টায়, ইউসুপপুর জামে মসজিদে ৭:৩০ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে