পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে মুুদি দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মেয়াদ উত্তীর্ণ হলেও বিক্রয় চলছে। একজন ক্রেতা নুরনগর বাজারের মরিয়ম ক্লিনিকের ডাঃ আব্দুল হাকিম এর অভিযোগের ভিত্তিতে অত্র বাজরে সরেজমিন ঘুরে দেখা যায় নুরনগর বাজারের মুদি দোকানদার রবু অধিকারীর দোকান থেকে আব্দুল হাকিম অনান্য মালামালের সাথে দুই প্যাকেট পুষ্টি সুজি কিনে বাড়ীতে নিয়ে যান। এবং তিনি দেখতে পান উক্ত সুজির প্যাকেটের মেয়াদ আরও এক মাস আগে শেষ হয়ে গেছে। তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের অবহিত করল্।ে সাংবাদিকবৃন্দ সুজি ক্রয় কারীকে নিয়ে রবু অধিকারীর মুদি দোকানে গেলে তিনি উক্ত সুজি বিক্রয়ের কথা স্বিকার করেন। এবং এক পর্যায়ে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, তোমরা এবিষয় রির্পোট করবা করো কোন সমস্য নাই। এই খবর বাজারে ছড়িয়ে পড়লে সাধারন জনগনের মধ্যে মিশ্র প্রক্রিয়ার সৃষ্টি হয়। অনেক কেই বলতে শোনা যায় বাজারে মেয়াদ উর্ত্তিণ পন্য বিক্রয় হচ্ছে আর প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই? এছাড়া স্থানিয় সচেতন মহল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আগত ঈদুল আযহাকে সামনে রেখে বাজার গুলোতে অভিযানের মাধ্যমে পর্ণ্যরে মেয়াদ নিশ্চিত করনের আশু প্রয়োজন।