আশাশুনি

আশাশুনির ৪ আশ্রায়ন প্রকল্পে কোরবাণীর পশু বিতরণ

By daily satkhira

August 20, 2018

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার ৪টি আশ্রায়ন প্রকল্পে (গুচ্ছ গ্রাম) সরকারি ভাবে ৪টি কুরবাণির পশু বিতরণ করা হয়েছে। সোমাবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশু (গরু) বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের নির্দেশনা মোতাবেক জিআর ফান্ড হতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে ৪টি গরু ক্রয় করা হয়। গরুগুলি আশ্রায়ন প্রকল্পের অসহায় ভূমিহীন বাসিন্দারা পবিত্র ঈদ-উল-আযহার দিন কুরবানি করে নিজেরা স্বপরিবারে গোস্ত খাওয়ার সুযোগ পাবে। কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া আশ্রায়ন প্রকল্পের ১৪০ পরিবারের জন্য একটি গরু তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, ইউপি সদস্য রমজান আলি ও আয়ুব আলি উপস্থিত ছিলেন। পরে নাকনা, ভোলানাথপুর ও বালিয়াপুর আশ্রায়ন প্রকল্পের ৩টি গরু পৌছানোর বব্যস্থা করা হয়।