সাতক্ষীরা

কুশখালীতে শিশুদের খেলাধুলার উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ

By daily satkhira

August 20, 2018

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ সোস্যালাইজেশন সেন্টারে শিশুদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় সভায় রবি ও সোমবার ২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতিত্ব করেন পলাশ শিশু ক্লাবের সভাপতি মোছা. তন্নি খাতুন। জীবন দক্ষতা, এ্যাডভোকেসি, নেতৃত্ব ও নেটওয়ার্কিং বিষয়ে পলাশ শিশু ক্লাবের সকল সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। সমগ্র প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন। এসময় সহায়ক হিসেবে সেশন পরিচালনায় সহযোগীতা করেন, ইয়ুথ ভলান্টিয়ার মো. হাবিবুর রহমান ও শারমিন আরা পারভিন।

প্রশিক্ষণ শেষে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোছা. মনজুরা খানম (ইতি), পলাশ অভিভাবক দলের সভাপতি ও সদর উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান, সিবিসিপিসি’র সদস্য সাবেক এসআই আব্দুল বারী, সিএমসি সদস্য মোছা. হেনা খাতুন, আতিক ইকবাল প্রমুখের উপস্থিতিতে শিশুদের খেলার জন্য ক্রিকেট ব্যাট, বল, লুডুসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ ও দরিদ্র শিশুদের স্কুল ড্রেস বিতরণ করা হয়।