কালিগঞ্জ

নলতায় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক মিটিং

By daily satkhira

December 06, 2016

নলতা প্রতিনিধি : সেন্টার ফর ডিজিএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় ও মানবাধিকার জনকল্যান ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কাশিবাটি মাধ্যমিক বিদালয়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। কাশিবাটি উক্ত অনুষ্ঠানে সিডিডি’র সহকারী সমন্বয়কারী ও অকুপেশনাল থেরাপীষ্ট কাজী নিলুফা ইসলাম বলেন, মায়েরা গর্ভবতী থাকাকালীন যদি আমরা মায়েদের প্রতি যতœ নেই তাহলে বাচ্চাকে থেকে রক্ষা করা সম্ভাব। প্রতিবন্ধিতার ৩ টি কারণ গুলোর মধ্যে গর্ভবতী অবস্থায়, প্রসাবকালীন সময়ে এবং জন্মের পর মানুষ প্রতিবন্ধি হতে পারে। তিনি গর্ভবতী মায়েদের সাস্থ সচেতনতা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আজহারুল ইসলাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমান, কাশিবাটি মাধ্যমিক বিদালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন প্রমুখ।