আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

By Daily Satkhira

August 22, 2018

বিদেশের খবর: ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কারণে রাজধানী কারাকাসের ভবনগুলো খালি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় সঙ্গলবার বিকেলে অনভূত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইরাপ প্রদেশ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, মঙ্গলবারের এ ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় ইরাপ প্রদেশে। যা কেরাকাস রাজ্যের রাজধানী ২৮৬ মাইল দূরে।

এ ব্যাপারে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রের প্রায় ২০০ মাইলের মধ্যে সুনামি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে এরইমধ্যে গ্রানাডা, ত্রিনিদাদ ও টোবাগোসহ সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।