কাজীরহাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো কলারোয়া মুক্ত দিবস। ৬ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিসব উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্থানীয় গণকবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দীন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।