আন্তর্জাতিক

নেতৃত্ব সংকটে অস্ট্রেলিয়া, পার্লামেন্ট মুলতবি

By Daily Satkhira

August 23, 2018

বিদেশের খবর: অস্ট্রেলিয়ায় নেতৃত্বের সংকটের মধ্যে চলমান পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরই দলের পার্লামেন্ট সদস্যরা।

পার্লামেন্টের জ্যেষ্ঠ নেতারা টার্নবুলকে সরিয়ে দিতে চান। তবে তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

দলের রক্ষণশীল অংশ টার্নবুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা বিল শর্টেন বলেন, ‘অস্ট্রেলিয়ায় এখন আর কার্যকর সরকার নেই।’

আজ বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় ভোটাভুটি হয়। এতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবির রাখার পক্ষে ৭০-৬৮ ভোট পড়ে।

টার্নবুলের দলের নেতা পিটার ডাটন দাবি করেছেন, তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব নির্বাচনের আয়োজন করতে হবে।

গত মঙ্গলবার ১৩ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর টার্নবুলের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানান ডাটন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, টার্নবুল পদত্যাগের সিদ্ধান্ত নিলে ডাটন অর্থমন্ত্রী স্কট মরিসনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।

সর্বশেষ পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রী টার্নবুল কোনো মন্তব্য করেননি। তিনি এখন তিন মন্ত্রীর সমর্থন হারিয়েছেন, যাঁরা ছিল তাঁর ক্ষমতায় টিকে থাকার সুযোগ।

এদিকে, নেতৃত্ব সংকটের মধ্যে অস্ট্রেলীয় ডলারের দাম কমতে শুরু করেছে।