খেলা

ক্ষুদ্ধ স্পেনের লা লিগার খেলোয়াড়রা, ধর্মঘটের আভাস!

By Daily Satkhira

August 23, 2018

খেলার খবর: প্রথমবারের মতো স্পেনের লিগের দলগুলোকে এই মৌসুমে খেলতে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির সঙ্গে ১৫ বছরের এক চুক্তির কারণে ঘরের মাঠের বাইরে যেতে হতে পারে দলগুলোকে। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছে না লা লিগার দলগুলো।

এ ব্যাপারে বুধবার মাদ্রিদে লা লিগার বড় দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড়দের প্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরী সভায় উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ও বার্সেলোনা সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস।

সেই সভা শেষে স্প্যানিশ ফুটবলারদের অ্যাসোসিয়েশন(এএফই) প্রেসিডেন্ট ডেভিড আগানজো বলেন, ‘খেলোয়াড়রা ভীষণ ক্ষিপ্ত, খুব অবাক এবং সবাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ বিষয়ে সবাই একমত।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা বাইরের দেশে খেলতে চায় না। সবকিছু একটি পরিষ্কার নিয়ম ও কাণ্ডজ্ঞান নিয়ে আগানো উচিত। এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খেলোয়াড় থেকে শুরু করে রেফারি ও ভক্তদেরও ভোগাবে। একতরফা ভাবে নেয়া এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাকর।’

এদিকে প্রয়োজনে ধর্মঘটে যেতে পারেন খেলোয়াড়রা! এমনটাই আভাস মিলেছে আগানজোর কথায়, ‘আমরা তাদের (লা লিগা) আমাদের সমস্যার কথা বলব। যদি তারা কোনো উত্তর না দেয় তাহলে আমরা আমাদের মতো করেই সমস্যার সমাধান করব।’