আন্তর্জাতিক

বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

By Daily Satkhira

August 23, 2018

বিদেশের খবর: বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার ইরানের ধর্মীয় নেতা সৈয়দ আহমাদ খাতামি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় খাতামি আরও বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। তারা জানে তারা যদি এই দেশের ক্ষতি করে এবং তা সামান্যতম তাহলে যুক্তরাষ্ট্র ও এর প্রধান আঞ্চলিক মিত্র ইহুদি রাষ্ট্রটি হামলার লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ইস্যুতে কথা বলতে চায়। কিন্তু শত্রুদের এটা জানা উচিত যে, ইরান সব সময় স্বৈরাচারের মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও তা করবে।’