আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি শুল্কারোপ

By Daily Satkhira

August 24, 2018

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের আরো কিছু পণ্যে নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও মার্কিন পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে।

এবার দ্বিতীয় দফায় এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের পণ্যে ২৫ শতাংশ শুল্ক চালু করেছে ট্রাম্প প্রশাসন। চীনও তাৎক্ষণিকভাবে একই পরিমাণ মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক কার্যকর করেছে।

গত জুলাই মাসে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু হয়। এরপর থেকে দুদেশের এমন পাল্টাপাল্টি পদক্ষেপে এ পর্যন্ত সব মিলিয়ে একে অপরের পাঁচ হাজার কোটি ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর শুল্কারোপ করা হয়েছে। এতে সারা বিশ্বের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।