আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী স্কট মরিসন

By Daily Satkhira

August 24, 2018

বিদেশের খবর: স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পিটার ডাটনকে ৪০-৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্কট মরিসন। আর প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়ায় প্রথম রাউন্ডেই বাধ পড়ে যান জুলি বিশপ।

প্রধানমন্ত্রী পদ থেকে টার্নবুলকে সরাতে মূল ভূমিকা রেখেছিলেন পিটার ডাটন নিজেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, আগমাী বছরের ১৮ মে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে জিতলে হলে দলের নেতৃত্বে পরিবর্তন দরকার।

অস্ট্রেলিয়ায় ২০০৭ সালের নির্বাচনের পর এ নিয়ে ষষ্ঠবার প্রধানমন্ত্রী পরিবর্তন হল। ২০১৫ সালে নির্বাচনে টনি অ্যাবটকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন টার্নবুল। শুক্রবার লিবারেল পার্টির জনপ্রতিনিধিরা নতুন নেতা নির্বাচনের পক্ষে ভোট দিলে তিনি সরে দাঁড়ান। টার্নবুল সংসদ থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সংসদ থেকে পদত্যাগ করলে তার আসনে উপনির্বাচন দেয়া হবে।