প্রেস বিজ্ঞপ্তি: জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দোয়া, আর্শীবাদ, সমার্থন ও ভোট পেতে জেলার বিভিন্ন ইউনিয়নে নজরুল ইসলাম গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে উপস্থিত হয়ে চেয়ারম্যান মেম্বরদের সাথে ১ম এ গণসংযোগ শুরু করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন মন্টু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, যুবলীগনেত,সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সর্মর্থকগন। গণসংযোগ কালে তিনি বলেন, ২০০৮ সালের উপজেলা নির্বাচনে সদর উপজেলা থেকে আপনারা আমাকে ৫৪ হাজার ভোট দিয়ে জয়ী করেছিলেন। আর এবারের জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে যদি আপনাদের ভোটে জয়ী হতে পারি তবে জেলা পরিষদের কার্যালয় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আমার রুমে যাতে সব মানুষ প্রবেশ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। কোন উন্নয়ন কাজের জন্য আমাকে ঘুষ দেওয়া লাগবে না, আমি দিয়ে কথা গেলাম। বঙ্গবন্ধুর আর্দশ থেকে আমি এ ধরনের কোন শিক্ষা আমি পাইনি, যারা একাজটি করে তারা বঙ্গবন্ধুর আর্দশ মানে না। মানুষের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ আর নেত্রীর উন্নয়নের ট্রেনের যাত্রী করার সুযোগ পেতে আপনাদের প্রতিটি ভোট আমার জন্য গুরুত্বপূর্ন। আমি আশা করি জেলা পরিষদ নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে আমাকে মানুষের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ প্রচার ও আপনাদের নেত্রীর উন্নয়নের ট্রেনের যাত্রী করতে সুযোগ করে দিবেন। সুযোগটি পাওয়ার জন্য আমি আপনাদের দোয়া, আর্শীবাদ, সমার্থন ও ভোট কামনা করছি। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়ন, খেশরাইউনিয়ন, মাগুরা ইউনিয়ন, তেতুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বারদের সাথে গনসংযোগ করেন এবং আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মদের সাথে মত বিনিময় করেন।