শ্যামনগর অফিস : শ্যামনগরের বসত বাড়ী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক মহিলা মারাত্মক আহত হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করেন পাখিমারা গ্রামের কেনাই মোড়লের পুত্র আবুল কালাম। এজাহার সুত্রে প্রকাশ, গত ২৪ আগষ্ট নওয়াবেঁকী গ্রামের সেকেন্দার,ডালিম,ঝন্টু,মুরাদ,নুর নাহার,ডালিয়া সহ কয়েক জন আবুল কালামের শ্বশুর নওয়াবেঁকী গ্রামের হাবিব মোড়লের পুত্র দাউদ মোড়লের বসত ভিটা জোর পূর্বক দখল করতে যায়। এক পর্যায়ে তারা দা, লাঠি, লোহার রড, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে আবুল কালামের স্ত্রী নাজমা বেগম কে (৪০) কে হামলা করে বেধহড়ক মারপিট করে রক্তাক্ত মারাত্মক জখম করে। এসময় হামলা কারীরা নাজমা বেগমের শ্লীতাহানীর অপচেষ্টা, স্বর্ণের চেইন, নগদ টাকা সহ মূল্যবান জিনিস পত্রাদী জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং মালামাল ক্ষতি সাধন করে। তারা অনাধিকার ভাবে ঘরে প্রবেশ করে নগদ টাকা ,স্বর্ণের অলংকারাদী ও মূল্যবান জিনিস পত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন যাবত বসত ভিটা বাড়ী বিরোধের জের ধরে তারা প্রায় মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে আসছিল। নাজমা বেগম বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।