রাজনীতি

যুবলীগ নেতার শহিদ মিনার ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

By Daily Satkhira

August 25, 2018

আসাদুজ্জামান: যুবলীগের নেতা কর্তৃক শহিদ মিনার ভাংচুর ও এক মানবাধিকার কর্মীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাসানুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মেমিন, মুক্তিযোদ্ধা সহিল উদ্দীন, জিয়াদ আলী, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহিদ মিনারটি ভেঙে ফেলেছে, এক মানবাধিকার কর্মীকে মারপিট করে লাঞ্চিত করেছে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমানকে লাঞ্চিত করেছে। এসব ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা এ সময় রিপনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের আলাউদ্দীন ২০ হাজার টাকা খরচ করে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ মিনার নির্মাণ করেন। নির্মাণের চারদিন পরেই স্থানীয় বিরোধের জের ধরে যুবলীগ নেতা রিপন শহিদ মিনারটি ভেঙ্গে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান প্রতিরোধে এগিয়ে এলে তাকেও লাঞ্চিত করেন তিনি। এছাড়া ঈদের দিন এক মানবাধিকার কমীকে মারপিট করে লাঞ্চিত করে এই যুবলীগ নেতা রিপন।