বিনোদনের খবর: অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের কেউ কেউ উচ্চশিক্ষা কিংবা আরও উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে বাইরে থিতু হচ্ছেন। যখন দেশে ফেরেন, তখন অনেকে গান আর অভিনয় নিয়ে ব্যস্ত হন। কিন্তু উল্টো পথে হাঁটার চেষ্টা করছেন মডেল ও অভিনয়শিল্পী ফারিয়া শাহ্রিন। তিনি ফেসবুকে ঘোষণা দিলেন, কয়েকটা দিন নিজের মতো করে থাকতে বাবা-মায়ের কাছে এসেছেন। কেউ যেন কোনো কাজের অনুরোধ না করেন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহ্রিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সমসাময়িকদের তুলনায় ফারিয়ার কাজের সংখ্যা একেবারেই কম। এখন তিনি মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে পড়াশোনা করছেন। গত বছর শেষ দিকে যখন ঢাকায় আসেন, তখন পরিচিত নির্মাতাদের অনুরোধে কয়েকটি নাটকে কাজ করেছেন। তবে এবার এসে ফারিয়া জানালেন, এবার কোনো কাজ করতে চান না তিনি। ঈদের চার দিন আগে ঢাকায় এসেছেন ফারিয়া শাহ্রিন। জানালেন, তাঁর থাকার কথা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। ফারিয়া বলেন, ‘প্রতিবারই যখন মালয়েশিয়া থেকে ঢাকায় আসি, তখন কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পাই। এবার আসার আগেই সিদ্ধান্ত নিয়েছি, কোনো কাজ করব না। শুধু পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাব।’ফারিয়া তাঁর ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ উদ্যাপন করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে চাই না। আমি শুধু কয়েকটা দিন আনন্দের মধ্যে থাকতে এসেছি। তবে শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না।’ হলিউড ও বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে অনেক গল্প প্রকাশিত হলেও বাংলাদেশে এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফারিয়া শাহ্রিন।