খেলার খবর: ইংল্যান্ডের বিপক্ষে নটিংহাম টেস্টে ২০৩ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে যান বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে মাত্র ৩৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২২টিতে জয় উপহার দেন কোহলি। আর সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯টি টেস্টে নেতৃত্ব দেন। তার অধিনায়কত্বে ২১ টেস্টে জয় পায় ভারত। শুধু সৌরভকেই নয়, নটিংহাম টেস্ট জয়ের মধ্য দিয়ে কিংবদন্তি ক্রিকেটার ডন ব্রাডম্যানকেও ছাড়িয়ে গেলেন বিরাট। নটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলির ব্যাট থেকে এসেছে ২০০ রান। তার আগে এজবাস্টে টেস্টে দুই ইনিংস মিলে করেন ২০০ রান। চলমান ইংল্যান্ড সফরে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং দেখার পর অনেকেই শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করছেন। ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বলছেন, শচীনের সঙ্গে কোহলির তুলনা এখনই করাটা ঠিক নয়। আমার মতে, শচীন যেসব রেকর্ড করে গিয়েছে সেগুলো বিরাট করতে পারলে তখন তুলনাটা যুক্তিযুক্ত হবে। শেবাগ বলেন, একজন খেলোয়াড় তখনই গ্রেট পর্যায়ে যায়, যখন সে প্রত্যেকটা ম্যাচের প্রস্তুতি নিখুঁতভাবে করে। এই মুহূর্তে ক্রিকেটের তিনটে ফরম্যাটে কোহলির চেয়ে ভালো আর কেউ নেই। আমি তো বলব, বিশ্বের সব প্লেয়ারদের জন্য অনুপ্রেরণা কোহলি। আইপিএলে অনেক ক্রিকেটারের সঙ্গে তো আমার কথা হয়। শুনেছি কোহলি নিয়ে কীভাবে ওরা কথা বলে। কীভাবে ওর সাফল্যের পদ্ধতিকে অনুসরণ করার চেষ্টা করে।