আন্তর্জাতিক

ইরান-পাকিস্তান গ্যাস লাইনের বাস্তবায়ন চান ইমরান

By daily satkhira

August 25, 2018

বিদেশের খবর: ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই পাইপ লাইন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ এ তথ্য জানিয়েছে। ইমরান খান এক বৈঠকে বলেছেন, পাকিস্তানের জন্য ইরানের গ্যাস গুরুত্বপূর্ণ। দুই দেশের প্রধান প্রকল্পগুলোর একটি হচ্ছে ইরান থেকে পাকিস্তানে গ্যাস আমদানির পাইপ লাইন নির্মাণ। এ সময় তিনি প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেন। ২০১৪ সালের মার্চ থেকে ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই পাইপ লাইনটি শান্তির পাইপ লাইন হিসেবে পরিচিত। কিন্তু কিছু দেশের হস্তক্ষেপে ওই প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে গেছে। ইরান চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব সম্পন্ন করেছে। ইরান এরইমধ্যে পাকিস্তান সীমান্তের কাছাকাছি পয়েন্ট পর্যন্ত পাইপ লাইন বসিয়েছে। পাকিস্তান অনেক দিন ধরেই গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি সংকট মোকাবেলা করছে। সারা দেশে লোড শেডিং রয়েছে। পাইপ লাইনের মাধ্যমে ইরানের গ্যাস আমদানি করতে পারলে পাকিস্তানের জ্বালানি সংকট অনেকটাই নিরসন হবে বলে দেশটির বিশেষজ্ঞরা মনে করেন।