আন্তর্জাতিক

সন্ত্রাস দমনে একসঙ্গে ভারত-পাকিস্তানের সামরিক মহড়া!

By daily satkhira

August 26, 2018

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো সন্ত্রাস-বিরোধী অভিযানে যৌথভাবে অংশ নিল ভারত ও পাকিস্তান। নজিরবিহীনভাবে রাশিয়ায় এই মহড়া শুরু করছে দুই দেশ। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অংশ হিসেবে ই মহড়ায় অংস নিচ্ছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের উদ্দেশ্যেই এই মহড়া চালানো হচ্ছে। ২০১৭ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারত সেই অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ অংশ হিসেবে প্রতিষ্ঠা পায়। বছরে দুই বার অর্গানাইজেশনের সদস্যরা পিস মিশন এক্সারসাইজে অংশ নেন। এবারের মহড়া চলবে ২৯ অগস্ট পর্যন্ত। রাশিয়ার চেবারকুলে হবে সেই মহড়া। চীন, রাশিয়া, কাজাকস্তান, তাজিকিস্তান, ভারত ও পাকিস্তান থেকে অন্তত ৩০০ সৈন্য সেখানে অংশ নিয়েছে। এই মহড়ায় ফায়ারিং, হেলিবোর্ন অপারেশন সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হবে। এছাড়াও বাড়ির ভিতরে ঢুকে কীভাবে শত্রুনিধন করা যায় সেই মহড়াতেও অংশ নেবে ভারত-পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, ভারত ও পাকিস্তানের মত দুটি দেশ যারা সবসময় সামরিক শত্রু হিসেবে থাকে, তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরির একটা বড় সুযোগ এই মহড়া।