আন্তর্জাতিক

ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্প; নিহত ১ আহত ৫৮

By daily satkhira

August 26, 2018

অনলাইন ডেস্ক: ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। রবিবার দেশটির কেরমানশাহ্ শহরের নিকটে ভূমিকম্পটির উৎপত্তি বলে ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে হতাহতের ঘটনা ঘটেছে কেরমানশাহের উত্তরে তাজেহাবাদ শহরে, জানিয়েছে তাসনিম। ভূমিকম্পের পরবর্তীতে রিখটার স্কেলে ৩ মাত্রারও চেয়েও শক্তিশালী দুটি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে কেরমানশাহ থেকে প্রায় ৮৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের অল্প গভীরতায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার কথা জানানো হয়েছে। ভূমিকম্পটি ইরাকের রাজধানী বাগদাদেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন; সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গণমাধ্যমটি। গত নবেম্বরে পর্বতময় ইরাকী সীমান্তলগ্ন কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে শহর, গ্রাম লণ্ডভণ্ড হয়ে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইরানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী ওই ভূমিকম্পে কয়েক হাজার লোক আহত হয়েছিল।