দেবহাটা

৪র্থ দিনের মত সখিপুরে নকল নবীশদের কলম বিরতি

By daily satkhira

December 07, 2016

দেবহাটা প্রতিনিধি: ৪র্থ দিনের মত দেবহাটায় সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবীশ) দের কলম বিরতি চলছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। উল্লেখ্য যে, গত ৪ ডিসেম্বর থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ কলম বিরতি শুরু হয়ে ৪র্থ দিন মঙ্গলবার কলম বিরতিতে অনেকটা কর্মচাঞ্চল্য হারায় সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস। উপজেলার রামনাথপুর এলাকা থেকে আসা ফারুক হোসেন জানান, রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের কলম বিরতির কারনে জমি কাগজপত্রের কাজ করতে এসে কাজ করতে না পেরে ফিরে যেতে হল। আমার বাড়ি থেকে যাওয়া আসায় প্রায় একশত টাকার বেশি পড়ে যায়। যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ খুব সমস্যায় পড়বে। বিরতি পালন কালে সখিপুর সাব-রেস্ট্রি অফিসের সম্মুখে এক্সট্রা মোহরার সম্পাদক মাধবী রানী মন্ডল বলেন, আমাদের চাকরি স্থায়ীকরণ ও বিগত ১১ মাসের বকেয়া পরিশোধের দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কলম বিরতি চলছে। যতদিন পযন্ত এই দাবি বাস্তবায়ন না হবে আমাদের কলম বিরতি চলতে থাকবে। এদিকে, নকল নবীশদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চললে সাধারণ মানুষ অনেক ক্ষয়-ক্ষতির সম্মুখিন হবে বলে ভূক্তভুগিরা জানিয়েছেন। তাই অতিদ্রুত তাদেরকে স্থায়ী করণ এবং বকেয়া পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সকলে।