দেবহাটা

দেবহাটায় মহান বিজয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের সভা

By daily satkhira

December 07, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাবেক শিক্ষক ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম বারী, বীর মুক্তিযোদ্ধা এজাহার আলী, উপজেলা কমান্ডের কোষাধ্যক্ষ সাবুর আলী, সখিপুর ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। সভায় নৌ কমান্ডার খলিলুর রহমান কর্র্তৃক অবৈধভাবে ও বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করে অমুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করায় নিন্দা জানানো হয়। সভায় জানানো হয়, পারুলিয়া গ্রামের বারী শেখ একজন পাকিস্তানীদের দালাল ছিলেন। এছাড়া পারুলিয়ার সুন্নত মোড়ল খলিলুর রহমানের আত্মীয় হওয়ায় মুক্তিযোদ্ধা না হয়েও তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ভাতশালা দিলিপ ও জালাল বিশ^াসের ছেলে আব্দুল জলিলকে নৌ কমান্ডের তালিকাভুক্ত করেছেন খলিলুর রহমান। সভায় এসকল ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়ার আহবান জানানো হয় এবং সাথে সাথে মহান বিজয় দিবস পালনে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।