খেলা

আমরা ফিল্ডিংয়েই বেশি নজর দিচ্ছি: মিরাজ

By daily satkhira

August 28, 2018

খেলার খবর: এশিয়া কাপকে সামনে রেখে সোমবার (২৭ আগস্ট) থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। মঙ্গলবার (২৮ আগস্ট) চলছে ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলন। এদিন মাঠে নেমে ঘাম ঝরিয়েছেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। অনুশীলন শেষে সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, আসলে ক্রিকেটে ব্যাটিং বলেন, বোলিং বলেন দুইটাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফিল্ডিং। কারণ আপনি যদি দেখেন কোনো ওডিআই কিংবা টি-টোয়েন্টি ম্যাচে শেষের দিকের ২০-৩০ রান সেভ করতে পারাটা খুব প্রয়োজন। তিনি বলেন, শেষের দিকে ২০-৩০ রান সেভ করতে পারলে পুরো টিমের মোমেন্টামই চেঞ্জ হয়ে যায়। দিন শেষে উইনিং মোমেন্টে ওইটাই বড় ভূমিকা হয়ে দাঁড়ায়। যার কারণে আমরা ফিল্ডিংয়েই বেশি নজর দিচ্ছি। যাতে শেষের দিকের রানগুলো সেভ করতে পারি। আর ফিল্ডিংটা ভালো করতে পারলে আমাদের ম্যাচে ভালো করার সম্ভবনাও বেশি থাকবে। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর ৩১ আগস্ট বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর আবার ১ সেপ্টেম্বর থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপের খেলায় বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।