তালা

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী সাতক্ষীরার ড. মতিউর রহমান আর নেই

By Daily Satkhira

August 29, 2018

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আজ বুধবার দুপুর আড়াইটায় সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের পাটকেলঘাটায় সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে এই পরমাণু বিজ্ঞানী চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এম মতিউর রহমান লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর পর তিনি বাংলাদেশ আনবিশ শক্তি কমিশনে চাকরিতে যোগদান করেন। কর্মরত অবস্থায় তিনি বিশ্বের ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি বর্তমানে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন।

এ ছাড়া ক্ষুদে বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন মতিউর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ আলী মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।