খেলার খবর: মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে পোলান্ডের মাগদা লিনেটকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামস। ম্যাচের ফল ৬-৪, ৬-০। ফরাসি ওপেনের মতো এই প্রতিযোগিতায় ‘ক্যাটসুট’ পরে খেলেননি সেরেনা। কিন্তু এ পোশাকেও রয়েছে অভিনবত্ব। পোশাকের নাম ‘হাইপবিস্ট টুটু’। যা অনেকটা ব্যালে-র পোশাকের মতো দেখতে। সেরেনার অনুরোধে বিশেষ ভাবে এই পোশাক বানিয়েছে একটি স্পোর্টস ব্র্যান্ড। প্রথম রাউন্ড পার করেছেন ভিনাস উইলিয়ামসও। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলতে নেমে আহত হয়ে কোর্ট ছাড়লেন দাভিদ ফেরার। প্রথম সেটে নাদাল ৬-৪ এগিয়ে থাকলেও দ্বিতীয় সেটের সময়ে পায়ের পেশিতে সমস্যা শুরু হয় ফেরারের। তবুও ৪-৩ সেটে এগিয়ে ছিলেন এই স্প্যানিশ তারকা। কিন্তু শেষমেষ লড়াই চালিয়ে যেতে পারেননি ফেরার। ম্যাচ শেষে প্রতিপক্ষের এই অবস্থা দেখে নাদাল বললেন, আমার অন্যতম প্রিয় বন্ধু দাভিদ। ওকে এ ভাবে সরে যেতে দেখে সত্যি হতাশ হয়ে পড়েছি।