আন্তর্জাতিক

জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখান করেছে মিয়ানমার

By daily satkhira

August 29, 2018

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সংকটের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখান করেছে মিয়ানমার। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয় সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হুতাই বুধবার বলেছেন, ‘মিয়ানমারের জাতিসংঘের এই প্রতিবেদনের কোনো মূল্য নেই। আমরা এসব তথ্য-প্রমাণের সঙ্গে একমত নই এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যেসব সুপারিশ করেছে তা গ্রহণ করছি না।’ জাতিসংঘের প্রতিবেদনকে ‘যৌক্তিক’ বলে দাবি করেছেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার না করলেও তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় বলেছেন, ‘বিশ্ব আর এ কঠিন সত্য এড়িয়ে যেতে পারবে না। সহিংসতার জন্য এই প্রতিবেদনে দোষীদের চিহ্নিত করা হয়েছে এবং তারা হল বার্মিজ সেনা ও নিরাপত্তাবাহিনী।’ সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস ও রয়টার্স