জাতীয়

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধন করলেন

By daily satkhira

August 29, 2018

দেশের খবর: দেশে স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রেই পর্যায়ক্রমে বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ সরকার নিয়েছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান’সহ এর আশেপাশের ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি শুধু হাসপাতাল করে ছেড়ে দেয়া নয়, বিশেষজ্ঞ তৈরি করে তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি অারও বলেন, ‘জেলা পর্যায়ে মেডিক্যাল কলেজ করে দিয়েছি। দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছিলাম। দু’টো মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে করা হয়েছে। আরও একটা করার পরিকল্পনা আছে।’ পর্যায়ক্রমে প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে একটা করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।