তালা

ভারত থেকে ফেরত আসা তালার এক মহিলা নিখোজ

By daily satkhira

December 07, 2016

তালা প্রতিনিধি: ভারতীয় পুলিশের হাতে আটক হবার পর দেশে ফিরেই রহস্যজনক ভাবে নিখোজ হয়েছেন খাদিজা বেগম নামের এক গৃহবধু। গত ৪ দিনের ব্যবধানে খাদিজা বেগম বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী হতদরিদ্র ও প্রতিবন্ধি কেসমত সরদার। তালা উপজেলার প্রসাদপুর গ্রামের কেসমত সরদার জানান, প্রায় ২ মাস পূর্বে তার স্ত্রী খাদিজা বেগম বুকের পাজরের হাড়ের চিকিৎসার জন্য ভারতের দক্ষিন-চব্বিশ পরগনা জেলার মহেশতলা থানার নিশ্চিন্তপুর গ্রামের এক আতœীয়ের বাড়িতে যান। সেখানে থেকে পাশ্ববর্তি এলাকার সাউথ পোষ্ট চ্যারিটেবল ডিসপেন্সারি নামরে একটি মিশনারী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। এমতাবস্থায় গত ২৬ অক্টোবর হাবড়া থানা পুলিশ খাদিজাকে আটক করে। কেসমত সরদার আরো জানান, তার স্ত্রীকে আটক করার পর গত ৩ নভেম্বর ভারতীয় পুলিশ খাদিজা বেগমকে ছেড়ে দেয় এবং যশোরের বেনাপোল এলাকা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সেই থেকে অদ্যবদী পর্যন্ত খাদিজা বেগমের আর কোনও সন্ধান বা তার সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে না। এঘটনায় হতদরিদ্র ও প্রতিবন্ধি স্বামী কেসমত সরদার তার স্ত্রীর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যদি কোনও স্বহৃদবান ব্যক্তি অসুস্থ্য খাদিজা বেগমের সন্ধান পান তাহলে ০১৯৩১ ৯৬০০৯৮ নং মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বিনিতভাবে অনুরোধ জানিয়েছেন।