জাতীয়

নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের ‘মৌখিক অনুমতি’

By daily satkhira

August 29, 2018

দেশের খবর: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সমাবেশের অনুমতি পেয়েছে বলে দাবি করেছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আজ বুধবার দুপুরে মৌখিকভাবে এ সমাবেশের অনুমিত দেন বলে দলের পক্ষ থেকে জানিয়েছেন সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। আজ বুধবার বেলা ১টায় সমাবেশের অনুমিত চাইতে ডিএমপি কার্যালয়ে যান চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্যরা হলেন দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ দাবি করেন, ‘আমাদের আগামী ১ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা গত ১৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করি। আজ আনুমতি দেওয়া হলো।’ আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য দুই জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করি। তার মাঝে ছিল সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে। ডিএমপি কমিশনার আমাদের নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন।’ সমাবেশের অনুমতি লিখিত না মৌখিক পেয়েছেন জানতে চাইলে বিএনপির এ প্রতিনিধি বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার মৌখিক অনুমিত দিয়েছেন এখন। এ ছাড়া তিনি ওই এলাকার ডিসিকে বলেছেন সমাবেশের জন্য লিখিত অনুমতি দিতে।’ আবুদুস সালাম আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিকেল ৩টা থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কোনো শর্ত ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছু শর্ত তো থাকবেই। তবে আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, আপনারা সমাবেশ করতে পারবেন ১ সেপ্টেম্বর, শনিবার।