অনলাইন ডেস্ক: নেপালে অনুষ্ঠেয় বিমসটেক (দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সংগঠন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল আ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকারপ্রধান অন্য দেশগুলোর নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এই শীর্ষ সম্মেলন শুরু হবে। এবারের সম্মেলনের উদ্দেশ্য- দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করা। বিফ্রিংয়ে প্রতিমন্ত্রী বলেন, নেপালে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীসহ অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে। বিমসটেকের এ চতুর্থ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ আগস্ট) কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেদিনই নেপালের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হবে। নেপাল সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতির বাসভবন ‘শীতল নিবাসে’ দেশটির রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। বিকেলে তিনি অন্য নেতাদের সঙ্গে সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সম্মেলনের অলোচনার মূল বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারী নেতারা সম্মেলনে তাদের তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন এবং একটি মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য নেতারা স্থানীয় হায়াৎ রিজেন্সি হোটেলে তাদের সম্মানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ব্যস্ত সফর শেষে শুক্রবার (৩১ আগস্ট) বিকেলেই প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয় বিমসটেক। এর সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। এগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। অন্য দু’টি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার, মিয়ানমার এবং থাইল্যান্ড।