শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা; প্রতি আসনে লড়বে ৩৮ জন

By daily satkhira

August 29, 2018

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ বছর মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৩৮ ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫শ’ ১২ জন ভর্তি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। এর মধ্যে ক-ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৭ জন। এই আসনে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে আবদেন করেছে ৮২ হাজার ৯শ’ ৭০ জন। খ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১৫ জন লড়বে। এই ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৩৬ হাজার ২শ’ ৫০ জন। গ-ইউনিটে প্রতি আসনে লড়বে ২২ জন। এই ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫শ’ ৩৪ জন আবেদন করেছে। ঘ-ইউনিটে প্রতি আসনে ৬২ জন লড়বে। সম্মিলিত এই ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬শ’ ১৪ জন আবেদন করেছে এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১শ’ ৪৪ জন আবেদন করেছে। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।