খেলা

আফগানিস্তান স্মরণীয় করতে পারলো না শততম ওয়ানডে

By daily satkhira

August 30, 2018

খেলার খবর: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে এগিয়ে থাকা আফগানিস্তান দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের শততম ওয়ানডে স্মরণীয় করে রাখার স্বপ্ন দেখছিল। কিন্তু দারুণ বোলিংয়ে আফগানিস্তানের সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছেন টিম মারটাঘ। বুধবার বেলফাস্টে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে উইলিয়াম পোর্টারফিল্ডের দল। ৩৭ বল বাকি থাকতে ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে মারটাঘের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। রহমত শাহ ও অধিনায়ক আসগর আফগানের ব্যাটে প্রতিরোধ গড়ে অতিথিরা। দুই ব্যাটসম্যানই থিতু হয়ে বিদায় নিলে আবার বিপদে পড়ে আফগানিস্তান। ১০০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে দুইশ রানের কাছে নিয়ে যান নাজিবুল্লাহ জাদরান। দুই চার ও এক ছক্কায় তিনি ফিরেন ৪২ রান করে। ছোট লক্ষ্য তাড়ায় শূন্য রানে পোর্টারফিল্ডকে হারায় আয়ারল্যান্ড। তবে পল স্টার্লিংয়ের সঙ্গে ৬৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন অ্যান্ডি বালবার্নি। ৩৯ রান করা স্টার্লিংয়ের বিদায়ের পর দুই ও’ব্রায়েন নায়াল ও কেভিনকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। সিমি সিংয়ের সঙ্গে ৪৭ রানের জুটিতে দলকে আবার কক্ষপথে ফেরান বালবার্নি। ৫ চারে ৬০ রান করা এই টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেন রশিদ খান। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সিমি। একটি করে ছক্কা-চারে ৩৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৩৭ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার রশিদ। নিজের শততম ওয়ানডেতে অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবি ২ উইকেট নেন ৩৮ রানে। আগামী শুক্রবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।