রাজনীতি

আপনারা চাইলে সাতক্ষীরার উন্নয়নে কাজ করতে চাই— নজরুল ইসলাম

By Daily Satkhira

December 07, 2016

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল সাতক্ষীরা গড়ার প্রত্যয় নিয়ে জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দোয়া, আর্শীবাদ, সমার্থন ও ভোট পেতে জেলার বিভিন্ন ইউনিয়নে নজরুল ইসলাম গনসংযোগ করেছেন। অন্যদিনের ন্যায় গতকাল সকালে  কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে উপস্থিত এ গণসংযোগ শুরু করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী,  সংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য ও কলারোয়া আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান চৌধুরি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, মোশারফ হোসেন, শহর যুবলীগের সভাপতি  মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন সুজন, সাধারন সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চেয়ারম্যান শেখ এমরান হোসেন, কলারোয়া যুবলীগের সভাপতি কাজি সাহাজাদা, যুবলীগনেতসিদ্দিকুর রহমান সিদ্দিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সর্মর্থকগন। গনসংযোগ কালে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। বাংলাদেশ আওয়ামীলীগ তারই হাতে গড়া সংগঠন। বাংলাদেশ ও আওয়ামীলীগ মানে বঙ্গবন্ধু, আর দেশের উন্নয়ন মানে জননেত্রী শেখ হাসিনা। আমি দেখেছি, জননেত্রী শেখ হাসিনা সব সময় বঙ্গবন্ধুর মত মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধু যেমন সব সময় মানুষের কথা ভেবে দেশ ও বাঙ্গালীজাতির উন্নয়নের চিন্তা করতেন, তার কন্য তেমনি রাত দিন নিরলস পরিশ্রম করে ঠিক সে ভাবে কাজ করে যাচ্ছেন। নেত্রীর এ নিরলস পরিশ্রমের ফলে দেশ আজ নিম্ম মধ্যম আয়ের দেশে পরিনত হয়ে আগামি কয়েক বছরের মধ্যে উন্নত দেশে পরিনত হবে। এ জাতি শ্রমজীবী জাতি থেকে মেধাবি জাতিতে পরিনত হতে শুরু করছে। তার মেধা ও পরিশ্রমের কারনে দেশ আজ উন্নত মডেল ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে সাতক্ষীরাকে আরো উন্নত মডেল ডিজিটাল করতে আমি জেলা পরিষদ নির্বাচন করছি। গত ২০০৮ সালের উপজেলা নির্বাচনে সদর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করলেও আমি মানুষের জন্য তেমন কিছু করতে পারিনি। এবার এ জেলার মানুষের কাছে বঙ্গবন্ধু হাতে গড়া সংঠন আওয়ামীলীগের উন্নয়নের জোয়ার পৌছে দিতে জেলা পরিষদে নির্বাচনে অংশ নিয়েছি। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আর্দশ ধারন করায় আপনারা আমাকে নেত্রীর উন্নয়নের হাতকে আরো বেশি শক্তিশালি করে এ জেলাকে আরো উন্নত মডেল ডিজিটাল করতে সহযোগিতা করবেন। এ কাজগুলি করার জন্য আমি আপনাদের দোয়া, আর্শীবাদ, সমার্থন ও ভোট কামনা করতে এসেছি, আমার বিশ্বাস আপনারা তা করবেন। তিনি কলারোয় উপজেলার লাঙ্গঝাড়া ইউনিয়ন হেলাতলা ইউনিয়ন, কুশডাঙ্গাইউনিয়ন, দেয়ারা ইউনিয়ন যুগিখালি ইউনিয়ন, জালালাবাদসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বারদের সাথে গনসংযোগ করেন এবং আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মদের সাথে মত বিনিময় করেন।