খেলা

আফগান টি-টোয়েন্টি লিগে খেলবেন তামিম

By daily satkhira

August 30, 2018

খেলার খবর: টেস্ট সদস্যপদ লাভের পাশাপাশি আফগানিস্তান এখন আইসিসি’র পূর্ণ সদস্য দেশ। ফলে ক্রিকেট নিয়ে আরো জোরদার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার নিজেদের আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা। শাপাগিজার চেয়েও বড় পরিসরে শুরু হবে এই লিগটি। আর তাতে গেইল, ম্যাককালামদের সঙ্গে থাকবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বুধবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে লিগের লোগো উন্মোচিত হয়েছে। এই লিগে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহিদ আফ্রিদিরা খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে। থাকছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও। আফগানিস্তানের পাঁচটি অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। প্রথম আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর। ২৩ ম্যাচের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। টুর্নামেন্টের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। টুর্নামেন্টের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্নাইজার স্পোর্টসের প্রধান নির্বাহী আশিষ শেঠি বলেন, ‘টি২০ ফরম্যাটের বেশ কিছু জনপ্রিয় নাম ইতিমধ্যেই আমাদের লিগে নাম লিখিয়েছে। তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, তামিম ইকবাল, থিসারা পেরেরা, ইমরান তাহিররা। এ ছাড়া আমাদের ক্রিকেটাররাতো খেলবেনই। আমরা এই লিগকে তরুণ ক্রিকেটারদের জন্য একটা প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’