প্রেস বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার বিকাল ৪টায় বাঁকাল দারুল হাদীস আহমাদিয়া সালাফিয়া কমপ্লেক্সে আহলে হাদীছ আন্দোলন ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সহ- সভাপতি আলহাজ্ব মাও. ফজলুর রহমানের সভাপতিত্বে ইমাম ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আলহাজ্ব মাও: মো: আলতাফ হোসেন, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মাও. আব্দুর রশীদ আক্তার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সামাদ, আহলেহাদীছ আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুজ্জামান ফারুক, উপাধ্যক্ষ মাও. মহিদুল ইসলাম, অধ্যাপক মোফলেহুর রহমান, মুফতি মাও. মতিউর রহমান, অধ্যাপক মাও. ইউনুচ আলী, আলহাজ্ব কেরামত আলী, আব্দুল খালেক, মাও. আব্দুল মালেক, আলহাজ্ব শাহীনুর রহমান, মাও. হাবিবুর রহমান, অধ্যাপক হাফেজ মোঃ মুহসীন, মাও. সামছুল আলম, মাও. নুরুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের জেলা সভাপতি মাও. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আসাদুল্লাহ বিন মুসলিম, সেক্রেটারী মাও. মুজাহিদুর রহমান, মাও. গোলাম সরোয়ার, মাও. আনোয়ার এলাহী, মাও. দেলোয়ার হুসাইন, অধ্যাপক আবুল কালাম আজাদ, আব্দুর রহমান সানা প্রমুখ। প্রধান অতিথি বলেন, আহলেহাদীছ আন্দোলন দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সাহাবে একরামের যুগ থেকে চলে আসা একটি বিশুদ্ধ ইসলামী আন্দোলন। যেটা মানবতার পার্থিব সুখ-সমৃদ্ধি ও পরলোকিক মুক্তির জন্য নবী-রাসুলগণের রেখে যাওয়া পথ ও পদ্ধতিতে পরিচালিত হয়। আমরা চাই মানুষের সার্বিক জীবনে আল্লাহর ইবাদত তথা দাসত্ব প্রতিষ্ঠা করতে। সুতরাং আসুন কোরআন সুন্নার আলোকে নিজেকে আলোকিত করি। বিভেদ মুক্ত শান্তির সমাজ গড়ি।