খেলা

তৃণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

By daily satkhira

December 08, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১০ দিন ব্যাপী তৃণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে কুস্তি প্রশিক্ষণ কর্মসুচি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুস্তি ফেডারেশনের প্রশিক্ষক মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কো-অর্ডিনেটর শাহ আলম শানু, কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পিসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। জেলা থেকে কুস্তি খেলোয়াড়দের মধ্যে বাঁছাই করে ১০ জন ছেলে ও ১০ জন মেয়েকে কুস্তি প্রশিক্ষণ দেওয়া হবে।