জাতীয়

সংঘর্ষের পর বাস-ট্রাকে আগুন, দগ্ধ হয়ে দুই চালকের মৃত্যু

By Daily Satkhira

August 31, 2018

দেশের খবর: দিনাজপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পুড়ে মারা গেছেন দুই চালক।

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর বটতলা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন বাসযাত্রী আহত হন। তাদের মধ্যে ছয়জকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কাহারোল থানার এসআই এরশাদ আলী বলেন, “কেয়া পরিবহনের একটি যাত্রীবাহি কোচ পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কাহারোল উপজেলার রামপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।”

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাসটি এবং ট্রাকের সামনে অংশ ভস্মীভূত হয়ে যায়।

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ বলেন, “ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রনে আনার পর ট্রাক ও কোচের চালককে মৃত উদ্ধার করে।”

নিহত দুই চালকের পরিচয় জানা যায়নি।