আন্তর্জাতিক

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, ঘণ্টায় ৫টি ডিভোর্স মামলা

By daily satkhira

August 31, 2018

অনলাইন ডেস্ক: সৌদি আরবে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়ে গেছে। জানা গেছে, গত মাসে দেশটিতে ১০ হাজার বিয়ে হলেও, তালাকের ঘটনা ঘটেছে প্রায় ৫ হাজার। খবর আরব নিউজের। জেনারেল অথোরিটি অফ স্ট্যাটিকটিক্সের রিপোর্টে সম্প্রতি দেখা গেছে, প্রত্যেকদিন প্রায় ১২৭টি বিবাহ বিচ্ছেদের মামলা হয় সৌদি আরবে৷ অথার্ৎ প্রতি ঘণ্টায় ৫টি করে ডিভোর্স মামলা। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে, বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক বছরে ১,৫৭,০০০ বিবাহ কোর্টে রেকর্ড করা হয়েছে ৷ অথচ ইতিমধ্যেই ৪৬,০০০ ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে। গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল। গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল।