নিজস্ব প্রতিবেদক : নবজীবনের উদ্দ্যোগে এবং নবজীবন ইউকে’র সার্বিক সহযোগিতায় অসহায়, হতদরিদ্র ছাত্র-ছাত্রী এবং বিধবা মহিলাদের মধ্যে শীতকালীন ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী নবজীবন প্রি-প্রাইমারী স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও নবজীবনের হাওয়ালখালী, কামারবায়সা, বৈকারী প্রি-প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ছাত্র-ছাত্রী এবং বিধবা মহিলাদের মধ্যে এই শীতকালীন ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এ সকল ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, চিনি, আলু, সয়াবিন তৈল ও আয়োডিন যুক্ত প্যাকেট লবন। ফুড প্যাকেজ বিতরণকালে নবজীবন প্রি-প্রাইমারী স্কুলের সভাপতি ও সাবেক ইউপি মেম্বর মোহাঃ আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবজীবনের প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন, নবজীবন স্পন্সরশীপ সেকশনের ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, সালাহউদ্দীন বাবু, আশেকুজ্জামান খান, অভিভাবক সদস্য আবুল কাসেম, শিক্ষিকা নিলুফার ইয়াছমিন, জাহানারা বেগম, মরিয়ম খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।