আন্তর্জাতিক

মেক্সিকোয় ক্ষমতা পেল বামপন্থী কংগ্রেস

By daily satkhira

August 31, 2018

বিদেশের খবর: নির্বাচনে জয়লাভের পর মেক্সিকোর সংখ্যাগরিষ্ঠ প্রথম বামপন্থী কংগ্রেস বুধবার শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণের সময় প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ও বরাডোরের সাম্প্রতিক প্রতিষ্ঠিত দল মোরানার নেত্বাধীন জোটের আইনপ্রণেতারা তার নাম ধরে আনন্দ প্রকাশ করেন ও স্লোগান দেন। নতুন সরকার নিম্নকক্ষে শপথ নিয়েছেন। সেখানে এখন তারা চালকের আসনে থাকবেন। সিনেটে এ অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণ হলেও সেখানে ক্ষমতার ভারসাম্য একই রয়ে গেছে। লোপেজ ওবারাডোর মেক্সিকোর আধুনিক গণতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি কংগ্রেসের উভয় কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নতুন এ আইনসভার অধিবেশন শনিবার বসতে যাচ্ছে।