জাতীয়

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৯

By daily satkhira

August 31, 2018

দেশের খবর:এবার ঈদুল আজহার ছুটিতে মাত্র ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫৯ জন। এই প্রাণহানির সংখ্যা গত দুই বছরের চেয়ে কিছুটা কম। কিন্তু দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ঈদযাত্রার ১৩ দিনে সড়কে ২৩৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫৯ জন। এ ছাড়া আহত হয়েছেন ৯৬০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গত ঈদুল ফিতরের তুলনায় এবার দুর্ঘটনা ১৪ দশমিক ৪৪ শতাংশ, প্রাণহানি ২৩ দশমিক ৫৯ শতাংশ এবং আহত ২৪ দশমিক ১১ শতাংশ কমেছে। তবে গত ব্ছরের ঈদুল আজহার তুলনায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৬৭ শতাংশ। মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবার র‍্যাব, পুলিশ, বিআরটিএর নানামুখী তৎপরতায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হলেও পরিবহন সেক্টরের নৈরাজ্য ও সড়কে হত্যা থামানো যাচ্ছে না। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের পরে আপনারাই দেখেছেন, আমাদের সব সংস্থা কিন্তু সবার ঘুম ভেঙেছে প্রকৃতপক্ষে। আমরা পুলিশকে সরব থাকতে দেখেছি।’ সম্মেলনে সেইফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্সের (স্রোতা) আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘দুর্ঘটনা তো হতেই পারে নানা কারণে। কিন্তু যেই দুর্ঘটনা একটা হেলপার বা একটা চালকের স্বেচ্ছাচারিতার কারণে একজনকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যু ঘটাল অথবা প্রতিযোগিতা করতে গিয়ে মৃত্যু ঘটাল অথবা মালিকপক্ষের চাপের মুখে প্রতিযোগিতা করতে বাধ্য হয়ে চালকরা সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে; ওইটাই আমাদের ব্যথিত করে।’