খেলার খবর: আনুষ্ঠানিকভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের কোচিংয়েই ভারত বিশ্বকাপ জিতেছিল। এবার কার্স্টেনের হাত ধরে ঘুড়ে দাঁড়াতে চাইছে আরসিবি। তারকাখচিত দল গড়েও একবারও তারা আইপিএল জিততে পারেনি। তাই বিশ্বজয়ী কোচকে দায়িত্বে আনা হল। গত মৌসুমে আরসিবির মেন্টর ছিলেন কার্স্টেন। আগামী মৌসুমে তিনি হেড কোচ। আট বছর আরসিবির দায়িত্বে থাকা ড্যানিয়েল ভেট্টোরিকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই। জানা গিয়েছিল, বিরাটের সুপারিশেই আরসিবি সরিয়ে দেয় ভেট্টোরিকে। তাছাড়া দলকে একবারও আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি সাবেক এই কিউই স্পিনার। আরসিবির তরফে জানানো হয়েছে, ‘ভেট্টোরির সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ হল। আশা করব আগামীদিনে তিনি আরও সাফল্য পাবেন। আগামী মরশুমে গ্যারি কার্স্টেন দলের কোচ থাকবেন।’ ভেট্টোরিও বলেছেন, ‘আইপিএলের চতুর্থ বছরে আরসিবিতে এসেছিলাম। আটবছর দারুণ কাটিয়েছি। প্লেয়ার, ফ্রাঞ্চাইজি মালিকেরা পূর্ণ সহযোগিতা করেছেন।’ কার্স্টেন ভারত ছাড়াও দুই বছর দক্ষিণ আফ্রিকার হেড কোচ ছিলেন। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের দায়িত্ব সামলেছেন। নতুন দায়িত্ব নেওয়ার পর কার্স্টেন বলেছেন, ‘আরসিবিকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’