সাতক্ষীরা

সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

By daily satkhira

August 31, 2018

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মোশতাক হাসান, এসডিসি সাতক্ষীরার ৪টি সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে তিনি যশোর থেকে সাতক্ষীরায় পৌছান। পরিদর্শনকালে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালকে ২০৫ শয্যায় উন্নত করণ, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল বৃদ্ধি সহ স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করেন। সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের একটি পরিদর্শন দল পর্যায়ক্রম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি জেলার স্বাস্থ্য কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সাবেক সিভিল সার্জন ডাঃ এসজেড আতিক, সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রকল্প কর্মকর্তা (পিডি) ডাঃ খান হাবিবুর রহমান, তত্বাবধায়ক ডাঃ শাহজাহান আলী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ জামিল, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কুদরত ই খুদা, এইচইডি খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মাজরেহা সুলতানা, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপসহকারি প্রকৌশলী ফিরোজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি আগামী অর্থবছরে সাতক্ষীরা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নত করণ, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও জনবল বৃদ্ধি সহ স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।