বিদেশের খবর: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর কিছু ছবি তুলেছেন। আর সেই ফটোশুটের ব্যয় নাকি ৩৫ লাখ রুপি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এর আগে হেলিকপ্টারে করে দপ্তরে যাতায়াতের কারণে ইমরান খানের সমালোচনা হয়েছে পাকিস্তানে। জানা যায়, পাকিস্তানের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী নতুন সাংসদদের ছবি তোলার প্রথা রয়েছে। আর সেই ছবি তোলার জন্যই ফটোশুটে অংশ নিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার সেই ছবি তোলা নিয়ে তর্ক-বিতর্ক জমে উঠেছে। ফটোগ্রাফার ইরফান আহসান অবশ্য এ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। প্রশ্নের জবাবে তিনি জানান, ওই ফটোশুটটি প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি উপহার ছাড়া কিছু নয়। অনেকেই বলছেন, ইমরান খানের ওই ফটোশুটে নাকি প্রায় ৩৫ লাখ রুপি খরচ হয়েছে। আর এই খবরের সূত্র ধরেই ইমরান খানের ফটোশুট করা স্টুডিওতে খোঁজ নিচ্ছেন অনেকেই। আসলেই ইমরানের ওই ফটোশুটে কত খরচ হয়েছে সেটা জানার চেষ্টা করছেন সাংবাদিকরা।