খেলার খবর: ড্রাইভারের লাইসেন্স ও বাসের কাগজপত্র ঠিক না থাকায় লজ্জায় পড়তে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। পুলিশের চেকিংয়ে বিষয়টা ধরা পড়ার পর ফুটবলারদের নিয়ে গাড়ি থেকে নেমে গেলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। বাফুফে সূত্রে জানা গেছে, শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলে নীলফামারী থেকে বিমানে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যে বাসে উঠেছিলেন কোচসহ ফুটবলাররা, সেই বাসেরই কোনো কাগজপত্র ঠিক ছিল না। শুধু বাস বাস ও ড্রাইভারের লাইসেন্স নয়, ছিল না বাসের ফিটনেস সার্টিফিকেটও। সূত্র জানায়, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের চেকিংয়ে বিষয়টা ধরা। বিষয়টি আঁচ করতে পেরে কোচ জেমি ডে অবৈধ গাড়িতে চড়তে অস্বীকৃতি জানান। পরে ফুটবলারদের নিয়ে বাস থেকে নেমে পড়েন। এরপর ট্যাক্সিতে চড়ে ফুটবল দল ফিরে আসে হোটেলে। বিষয়টি স্বীকার করেছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও। যদিও তার দাবি, বাসের মূল কাগজপত্রের ফটোকপি অবশ্য ছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই কোচ দল নিয়ে বাস থেকে নেমে যায়।