আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

By daily satkhira

September 01, 2018

অনলাইন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাঈমুর জাকারিয়া রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নাঈমুর জাকারিয়া ১০ নং ডাউনিং স্ট্রিটে ঢুকে তেরেসা মেকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল বলে প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। গত জুলাই মাসে লন্ডনের ওল্ড বেইলি আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিল। শুক্রবার আদালত তার শাস্তি নির্ধারণ করে। নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গোয়েন্দারা জাল বিস্তার করে গত বছরের ২৮ নভেম্বর তাকে গ্রেফতার করেন।