খেলা

সাতক্ষীরা ওপেন টেনিস টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

By Daily Satkhira

December 09, 2016

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা ওপেন টেনিস টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে টেনিস গ্রাউন্ডে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মো.  আবদুস সামাদ। এসময় তিনি বলেন, ‘যৌবনের শ্রেষ্ট বিকাশ হলো খেলাধুলা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা টেনিস মাঠে নারী-পুরুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ-ই তার প্রমাণ। বর্তমান আমাদের সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ছড়িয়ে পড়েছে। এছাড়া পর্যাপ্ত খেলার মাঠও নেই। যুবকরা যদি খেলার  মাঠে থাকে তাহলে সকল প্রকার সন্ত্রাস ও মাদক আর ছড়াতে পারবে না। ক্রীড়াঙ্গনে পরাজিত বলে কিছু নেই। চ্যাম্পিয়ন আর রানার্সআপ দুটিই বিজয়।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা  ও দায়রা জজ নুরুল ইসলাম, সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক এ,এফ,এম এহতেশামূল হক, অতিেিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, এনডিসি আবু সাঈদ, সহকারী কমিশনার মোশােেরফ হোসেন, আফসানা কাওছার, বিবি খাদিজা, সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন,  সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. সফিকুল ইসলাম খোকন প্রমুখ। এ সময়  টেনিস গ্রাউন্ডে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ- সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী,  ক্লাবের সদস্য মাকসুদার রহমান খান চৌধুরী সুজা,  ডাঃ আমিনুর রহমান, মিন্টু খান চৌধুরী, সাইফুল ইসলাম বিশ্বাস,  আমিরুল আজিম ছিদ্দিকি মেরু, আফজালুল করিম বিপু, মাহবুব বিশ্বাস, সাবিক খান চৌধুরী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর প্রমুখ। সাতক্ষীরা ওপেন টেনিস টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলায় মুখো মুখি হয় সাতক্ষীরা টেনিস ক্লাব বনাম খুলনা ক্লাব লিমিটেড। ডেভিসকাপ পর্দ্ধতির খেলায় সাতক্ষূরডি জেলার দুটি দল বিজয়ী হয়েছেন। সাতক্ষীরা জেলার এহতেশামূল হক ও সুজা জুটি এবং মেরু ও বিপু জুটি খুলনা ক্লাব লিঃ এর দুটি দলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন। এ খেলায় খুলনা,  সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহা ও মাগুরা জেলার ১২ টি দল অংশ নেয়।