বিনোদন

বিরল সম্মানের অধিকারী হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

By daily satkhira

September 01, 2018

বিনোদনের খবর: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন বরেণ‍্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার আরেক বিরল সম্মানের অধিকারী হচ্ছেন সংগীতে ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত উপমহাদেশের এই গুণী শিল্পী। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। প্রতি বছর এই দিনে খ্যাতিমান একজন শিল্পীর কণ্ঠে ধারণ করে প্রচার করা হয় গান্ধীর প্রিয় ভজন সংগীত। এর আগে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে থেকে শুরু করে ভারতীয় খ্যাতিমান সংগীত শিল্পীরা গান্ধীর প্রিয় ভজনটি তাদের কণ্ঠে ধারণ করেছেন। কিন্তু এবার ডাক পেয়েছেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা। এরআগে ভারতে রবীন্দ্র সংগীতের গুরুত্বপূর্ণ আসরগুলোতে সংগীত পরিবেশন করে সেখানকার মানুষের মন জয় করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তার গায়কীর প্রশংসা করেছেন সেখানকার বিশিষ্ট সংগীতজ্ঞরাও।‌