বিনোদনের খবর: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রীমা কাগতি পরিচালিত ছবি ‘গোল্ড’। আর এই ছবির নায়ক অক্ষয় কুমার। এর আগে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ, সালমান খানের মতো তারকারা কারো ছবিই সৌদির পর্দায় ঠাঁই পায়নি। তবে সুপারস্টার অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে শুরু হলো এই যাত্রা। এক টুইট বার্তায় এমনই খবর জানান অক্ষয়। ‘গোল্ড’ ছবিটির প্রযোজনায় ছিলেন ফারহান আখতার ও পরিচালনায় রিমা কাগতি। ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে ছবিটি। গত ১৫ আগস্ট মুক্তির পর ছবিটির আয় ইতিমধ্যে ভারতে শত কোটি রুপির ঘর ছাড়িয়েছে। এতে আরও অভিনয় করেছেন বাঙালি কন্যা মৌনি রয়, অমিত সাধ, কুনাল কাপুর ও বিনীত কুমার সিংসহ আরও অনেক। এর আগে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’ মুক্তি পায় সৌদি আরবে। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সাফল্য পেলেন অক্ষয়। তার আগের হিট ছবিগুলো হলো- ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’, ‘রুস্তম’, ‘হাউসফুল থ্রি’, ‘এয়ারলিফট’ ও ‘সিং ইজ ব্লিং’। এদিকে অক্ষয় এখন করণ জোহর প্রযোজিত ‘কেসারি’ ও ‘গুড নিউজ’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ‘টু পয়েন্ট জিরো’।